Lukochuri Kobita Lyrics In English And Bengali
Lukochuri Kobita Lyrics In English And Bengali Rabindranath Tagore লুকোচুরি কবিতা লিরিক্স রবীন্দ্রনাথ ঠাকুর Bengali short poem lyrics আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি ভোরের বেলা মা গো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি Tobe Tumi amaar kache haro Tokhon ki maa chinte amay paro Tumi dako khoka kothay ore Ami shudhu haashi chupti kore.
List of Lukochuri Kobita Lyrics:
1. Lukochuri Kobita Lyrics in english
2. Lukochuri Kobita Lyrics in bengali
1. Lukochuri Kobita Lyrics in english
Details of Lukochuri Kobita Lyrics in english:
Kobita: Lukochuri
Poet: Rabindranath Tagore
Born: 7 May 1861
Died: 7 August 1941
Pen name: Bhanusingha
Nobel Prize: 1913
Lukochuri Kobita Lyrics in english:
Ami Jodi dustumi kore
Chapar gache chapa hoye phuti
Borer bela maa go, daler pore
Kochi pathay Kori lutoputi
Tobe Tumi amaar kache haro
Tokhon ki maa chinte amay paro
Tumi dako, “khoka kothay ore”
Ami shudhu haashi chupti kore.
Jokhon tumi thakbe je kaj niye
Sob-i aami dekhbo noyon mele
snanti kore chapar tola diye
Aasbe tumi pithete chul phele
Ekhan diye pujor ghore jabe
Durer theke phuler gondho pabe
Tokhon tumi bujhte parbe na se
Tomar khokar gayer gondho ashe.
Dupur Bela Mahabharat hate
Bosbe Tumi sobar khaoya hole
Gacher chaya ghorer janalate
Porbe ese tomar pithe kole
Ami amar chotto chayakhani
Dolabo tor boiyer pore aani
Tokhon tumi bujhte parbe na se
Tomar chokhe khokar chaya bhase.
Sondhe balay prodip khani jele
Jokhon tumi jabe goyal ghore
Tokhon ami phuler kela khele
Tup kore maa, porbo bhuye jhore
Abar ami tomar khoka hobo
‘Golpo bolo’ tomay giye kobo
Tumi bolbe, “Dushtu chili kotha”?
Ami bolbo, “Bolbo na se kotha”.
2. Lukochuri Kobita Lyrics in bengali
Details of Lukochuri Kobita Lyrics in bengali:
কবিতা: লুকোচুরি
কবি: রবীন্দ্রনাথ ঠাকুর
জন্ম: ৭ মে ১৮৬১
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১
ছদ্মনাম: ভানুসিংহ ঠাকুর (ভণিতা)
নোবেল পুরস্কার: ১৯১৩ খ্রিষ্টাব্দে
Lukochuri Kobita Lyrics in bengali:
আমি যদি দুষ্টুমি করে
চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি
ভোরের বেলা মা গো, ডালের পরে
কচি পাতায় করি লুটোপুটি
তবে তুমি আমার কাছে হারো
তখন কি মা চিনতে আমায় পারো
তুমি ডাক, “খোকা কোথায় ওরে”
আমি শুধু হাসি চুপটি করে।
যখন তুমি থাকবে যে কাজ নিয়ে
সবই আমি দেখব নয়ন মেলে
স্নানটি করে চাঁপার তলা দিয়ে
আসবে তুমি পিঠেতে চুল ফেলে
এখান দিয়ে পুজোর ঘরে যাবে
দূরের থেকে ফুলের গন্ধ পাবে
তখন তুমি বুঝতে পারবে না সে
তোমার খোকার গায়ের গন্ধ আসে।
দুপুর বেলা মহাভারত-হাতে
বসবে তুমি সবার খাওয়া হলে
গাছের ছায়া ঘরের জানালাতে
পড়বে এসে তোমার পিঠে কোলে
আমি আমার ছোট্ট ছায়াখানি
দোলাব তোর বইয়ের পরে আনি
তখন তুমি বুঝতে পারবে না সে
তোমার চোখে খোকার ছায়া ভাসে।
সন্ধেবেলায় প্রদীপখানি জ্বেলে
যখন তুমি যাবে গোয়ালঘরে
তখন আমি ফুলের খেলা খেলে
টুপ্ করে মা, পড়ব ভুঁয়ে ঝরে
আবার আমি তোমার খোকা হব
“গল্প বলো’ তোমায় গিয়ে কব
তুমি বলবে, “দুষ্টু ছিলি কোথা”?
আমি বলব, “বলব না সে কথা।