Prosno Kobita Lyrics In Bengali – মা গো আমায় ছুটি দিতে বল্ AND ভগবান তুমি যুগে যুগে দূত
Prosno Kobita Lyrics In Bengali রবীন্দ্রনাথ ঠাকুর-এর প্রশ্ন কবিতা লিরিক্স Mago Amay Chuti Dite Bol মা গো আমায় ছুটি দিতে বল্ লিরিক্স Bhagaban Tumi Juge Juge Dut ভগবান তুমি যুগে যুগে দূত লিরিক্স Prosno Rabindranath Thakur Lyrics মা গো আমায় ছুটি দিতে বল্ সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা AND ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষবিষ নাশো।
List of Prosno Kobita Lyrics In Bengali:
1. Mago Amay Chuti Dite Bol Bengali Lyrics
2. Bhagaban Tumi Juge Juge Doot Lyrics In Bengali
1. Mago Amay Chuti Dite Bol Bengali Lyrics
Details of Prosno Kobita Lyrics In Bengali:
কবিতা – প্রশ্ন
কবি – রবীন্দ্রনাথ ঠাকুর
মা গো আমায় ছুটি দিতে বল্
মা গো আমায় ছুটি দিতে বল্ লিরিক্স:
মা গো, আমায় ছুটি দিতে বল্,
সকাল থেকে পড়েছি যে মেলা।
এখন আমি তোমার ঘরে ব’সে,
করব শুধু পড়া-পড়া খেলা।
তুমি বলছ দুপুর এখন সবে,
না হয় যেন সত্যি হল তাই।
একদিনও কি দুপুরবেলা হলে
বিকেল হল মনে করতে নাই?
আমি তো বেশ ভাবতে পারি মনে,
সুয্যি ডুবে গেছে মাঠের শেষে।
বাগ্দি-বুড়ি চুবড়ি ভরে নিয়ে,
শাক তুলেছে পুকুর-ধারে এসে।
আঁধার হল মাদার-গাছের তলা,
কালি হয়ে এল দিঘির জল।
হাটের থেকে সবাই এল ফিরে,
মাঠের থেকে এল চাষির দল।
মনে কর্-না উঠল সাঁঝের তারা,
মনে কর্-না সন্ধে হল যেন।
রাতের বেলা দুপুর যদি হয়
দুপুর বেলা রাত হবে না কেন।
2. Bhagaban Tumi Juge Juge Doot Lyrics In Bengali
Details of Prosno Kobita Lyrics In Bengali:
কবিতা – প্রশ্ন
কবি – রবীন্দ্রনাথ ঠাকুর
ভগবান তুমি যুগে যুগে দূত
ভগবান তুমি যুগে যুগে দূত লিরিক্স:
ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে
দয়াহীন সংসারে-
তারা বলে গেল `ক্ষমা করো সবে’, বলে গেল `ভালোবাসো-
অন্তর হতে বিদ্বেষবিষ নাশো’।
বরণীয় তারা, স্মরণীয় তার, তবুও বাহির-দ্বারে
আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে॥
আমি যে দেখেছি গোপন হিংসা কপটরাত্রি-ছায়ে
হেনেছে নিঃসহায়ে।
আমি যে দেখেছি- প্রতিকারহীন, শক্তের অপরাধে
বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।
আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে
কী যন্ত্রনায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে॥
কন্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীতহারা,
অমবস্যার কারা
লুপ্ত করেছে আমার ভুবন দুঃসপ্নের তলে।
তাই তো তোমায় শুধাই অশ্রুজলে—
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?