Kripon Poem Lyrics In Bengali | কৃপণ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর
Full Kripon Poem Lyrics In Bengali বাংলা কবিতা কৃপণ / কৃপণ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর Full Kripon Poem – আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন-সম লাগতেছিল চক্ষে মম, কী বিচিত্র শোভা তোমার কী বিচিত্র সাজ, আমি মনে ভাবেতেছিলেম এ কোন্ মহারাজ।
Kripon Poem Lyrics In Bengali | Kripon Poem By Rabindranath Tagore
কৃপণ হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি কবিতা যা খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত – এটি 55টি কবিতা নিয়ে গঠিত এবং ১৯০৬ সালে প্রকাশিত হয়েছিল। । এটি মানবতার দুঃখ, আকাঙ্ক্ষা এবং আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর “খেয়া” কাব্যগ্রন্থটি ভারতীয় বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে উৎসর্গ করেন।
আরো পড়ুন:- রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী
Kripon Poem Lyrics In Bengali | বাংলা কবিতা কৃপণ
আমি ভিক্ষা করে ফিরতেছিলেম
গ্রামের পথে পথে,
তুমি তখন চলেছিলে
তোমার স্বর্ণরথে।
অপূর্ব এক স্বপ্ন-সম
লাগতেছিল চক্ষে মম–
কী বিচিত্র শোভা তোমার,
কী বিচিত্র সাজ।
আমি মনে ভাবেতেছিলেম,
এ কোন্ মহারাজ।
আজি শুভক্ষণে রাত পোহালো
ভেবেছিলেম তবে,
আজ আমারে দ্বারে দ্বারে
ফিরতে নাহি হবে।
বাহির হতে নাহি হতে
কাহার দেখা পেলেম পথে,
চলিতে রথ ধনধান্য
ছড়াবে দুই ধারে–
মুঠা মুঠা কুড়িয়ে নেব,
নেব ভারে ভারে।
দেখি সহসা রথ থেমে গেল
আমার কাছে এসে,
আমার মুখপানে চেয়ে
নামলে তুমি হেসে।
দেখে মুখের প্রসন্নতা
জুড়িয়ে গেল সকল ব্যথা,
হেনকালে কিসের লাগি
তুমি অকস্মাৎ
“আমায় কিছু দাও গো’ বলে
বাড়িয়ে দিলে হাত।
মরি, এ কী কথা রাজাধিরাজ,
“আমায় দাও গো কিছু’!
শুনে ক্ষণকালের তরে
রইনু মাথা-নিচু।
তোমার কী-বা অভাব আছে
ভিখারী ভিক্ষুকের কাছে।
এ কেবল কৌতুকের বশে
আমায় প্রবঞ্চনা।
ঝুলি হতে দিলেম তুলে
একটি ছোটো কণা।
যবে পাত্রখানি ঘরে এনে
উজাড় করি– এ কী!
ভিক্ষামাঝে একটি ছোটো
সোনার কণা দেখি।
দিলেম যা রাজ-ভিখারীরে
স্বর্ণ হয়ে এল ফিরে,
তখন কাঁদি চোখের জলে
দুটি নয়ন ভরে–
তোমায় কেন দিই নি আমার
সকল শূন্য করে।