Dustu Poem Lyrics Rabindranath Tagore দুষ্টু কবিতা

Dustu Poem Lyrics | Dustu Kobita Rabindranath Tagore

Full Dustu Poem Lyrics In Bengali and English by Rabindranath Tagore দুষ্টু কবিতা / দুষ্টু কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর Full Original Dustu Poem – তোমার কাছে আমিই দুষ্টু ভালো যে আর সবাই, মিত্তিরদের কালু নিলু ভারি ঠাণ্ডা ক-ভাই Jatish valo Satish valo Nara nabin valo Tumi bolo orai kemon Ghar kore roy alo. নিচে দুষ্টু কবিতাটির পুরো লিরিক্সের সাথে এই কবিতা সম্বন্ধে কিছু কথা/তথ্য সংক্ষেপে আলোচনা করা হলো

Dustu Poem by Rabindranath Tagore Lyrics | দুষ্টু কবিতা

দুষ্টু হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি কবিতা, যা “শিশু ভোলানাথ” কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থে ২৭টি কবিতা রয়েছে এবং এটি ১৯২২ সালে প্রকাশিত হয়েছিল,যা শিশুদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত রচনা। “শিশু ভোলানাথ” কাব্যগ্রন্থের কবিতাগুলো ছন্দময় এবং মহত্ত্বের চিন্তায় সমৃদ্ধ এবং শিশুর ইচ্ছা, কল্পনা এবং সাহস কাব্যগ্রন্থটির মূল বিষয়বস্তু। এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা নিরব মাকে উদ্দেশ্য করে লেখা।

এই কাব্যগ্রন্থে থাকা কবিতাগুলি হল:-

অন্য মা | ইচ্ছামতী | খেলা-ভোলা | ঘুমের তত্ত্ব | জ্যোতিষী | তালগাছ | দুই আমি | দুয়োরানী | দূর | দুষ্টু | পথহারা  | পুতুল ভাঙা | বাউল | বাণীবিনিময় | বুড়ি | বৃষ্টি রৌদ্র | মনে পড়া | মর্তবাসী | মুর্খু | রবিবার  | রাজমিস্ত্রি | রাজা ও রানী | শিশু ভোলানাথ  | শিশুর জীবন | সংশয়ী | সময়হারা | সাত-সমুদ্র-পারে।

Dustu Kobita Rabindranath Tagore | Dustu Poem Lyrics In Bengali

কবিতা: দুষ্টু 

লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ: “শিশু ভোলানাথ”

ভাষা: বাংলা

প্রকাশনার তারিখ: ১৯২২

আরো পড়ুন:-  রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী

দুষ্টু কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার কাছে আমিই দুষ্টু

ভালো যে আর সবাই।

মিত্তিরদের কালু নিলু

ভারি ঠাণ্ডা ক-ভাই!

যতীশ ভালো, সতীশ ভালো,

ন্যাড়া নবীন ভালো,

তুমি বল ওরাই কেমন

ঘর করে রয় আলো।

মাখন বাবুর দুটি ছেলে

দুষ্টু তো নয় কেউ–

গেটে তাদের কুকুর বাঁধা

কর্তেছে ঘেউ ঘেউ।

পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে,

দত্তপাড়ার গবাই,

তোমার কাছে আমিই দুষ্টু

ভালো যে আর সবাই।

তোমার কথা আমি যেন

শুনি নে কক্খনোই,

জামাকাপড় যেন আমার

সাফ থাকে না কোনোই!

খেলা করতে বেলা করি,

বৃষ্টিতে যাই ভিজে,

দুষ্টুপনা আরো আছে

অমনি কত কী যে!

বাবা আমার চেয়ে ভালো?

সত্যি বলো তুমি,

তোমার কাছে করেন নি কি

একটুও দুষ্টুমি?

যা বল সব শোনেন তিনি,

কিচ্ছু ভোলেন নাকো?

খেলা ছেড়ে আসেন চলে

যেমনি তুমি ডাক?

Dustu Poem by Rabindranath Tagore Lyrics | Dustu Poem Lyrics In English

Tumar Kache Aami-E Dustu

Valo Je Aar Sobai

Mittirder Kalu Nilu

Bhari Thanda Ko-Bhai

Jatish Valo, Satish Valo

Nyara Nabin Valo

Tumi Bolo Orai Kemon

Ghor Kore Roy Aalo

Makhon Babur Duti Chele

Dustu To Noy Keu

Gete Tader Kukur Badha

Korteche Gheu, Gheu

Pachkori Gosh Lokkhi Chele

Dattaparar Gobai,

Tomar Kache Aami-E Dustu

Valo Je Aar Sobai

Tomar Kotha Ami Jeno

Shuni Ne Kokhono-E

Jamakapor Jeno Amar

Saf Thake Na Kono-E

Khela Korte Bela Kori

Bristite Jai Vije

Dustupona Aaro Aache

Amni Koto Ki Je!

Baba Amar Cheye Valo?

Sotti Bolo Tumi,

Tomar Kache Koren Ni Ki

Ektuku-O Dustumi

Ja Bolo Sob Shonen Tini

Kicchu Bholen Nako?

Khela Chere Aasen Chole

Jemni Tumi Dako?

Dustu Poem Rabindranath Tagore দুষ্টু কবিতা

Leave a Comment