Abhisar Poem by Rabindranath Tagore Lyrics অভিসার

Abhisar Poem Lyrics In Bengali | অভিসার রবীন্দ্রনাথ ঠাকুর

Full Abhisar Poem Lyrics In Bengali by Rabindranath Tagore অভিসার কবিতা / Abhisar Meaning In Bengali / অভিসার কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর Full Original Abhisar Poem – সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে, একদা ছিলেন সুপ্ত নগরীর দীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণগগনে ঘন মেঘে অবলুপ্ত।  নিচে অভিসার কবিতাটির পুরো লিরিক্স দেওয়া হলো এবং তার সাথে এই কবিতা সম্বন্ধে কিছু কথা/তথ্য সংক্ষেপে আলোচনা করা হলো।

Abhisar Poem by Rabindranath Tagore Lyrics | অভিসার কবিতা

অভিসার হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি কবিতা, যা “কথা” কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কাব্যগ্রন্থে ২৫টি কবিতা রয়েছে এবং এটি ১৯০০ সালে প্রকাশিত হয়েছিল। এই “কথা” কাব্যগ্রন্থে থাকা কবিতাগুলি হল:- ১. কথা | ২. শ্রেষ্ঠ ভিক্ষা | ৩. প্রতিনিধি | ৪. ব্রাহ্মণ | ৫. মস্তকবিক্রয় | ৬. পূজারিনী | ৭. অভিসার | ৮. পরিশোধ | ৯. সামান্য ক্ষতি | ১০ . মূল্যপ্রাপ্তি | ১১. নগরলক্ষ্মী | ১২. অপমান-বর | ১৩. স্বামীলাভ | ১৪. স্পর্শমণি | ১৫. বন্দী বীর | ১৬. মানী | ১৭. প্রার্থনাতীত দান | ১৮. রাজবিচার | ১৯. গুরু গোবিন্দ | ২০. শেষ শিক্ষা | ২১. নকল গড় | ২২. হোরিখেলা | ২৩. বিবাহ | ২৪. বিচারক | ২৫. পণরক্ষা

Abhisar Kobita Lyrics | Abhisar Poem Lyrics In Bengali

কবিতা: অভিসার

লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ: “কথা”

ভাষা: বাংলা

প্রকাশনার তারিখ: ১৯০০ খ্রীস্টাব্দ

আরো পড়ুন:- রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী

Abhisar Poem by Rabindranath Tagore Lyrics

রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্য : কথা

বোধিসত্তাবদান-কল্পলতা

সন্ন্যাসী উপগুপ্ত

মথুরাপুরীর প্রাচীরের তলে

একদা ছিলেন সুপ্ত–

নগরীর দীপ নিবেছে পবনে,

দুয়ার রুদ্ধ পৌর ভবনে,

নিশীথের তারা শ্রাবণগগনে

ঘন মেঘে অবলুপ্ত।

কাহার নূপুরশিঞ্জিত পদ

সহসা বাজিল বক্ষে!

সন্ন্যাসীবর চমকি জাগিল,

স্বপ্নজড়িমা পলকে ভাগিল,

রূঢ় দীপের আলোক লাগিল

ক্ষমাসুন্দর চক্ষে।

নগরীর নটী চলে অভিসারে

যৌবনমদে মত্তা।

অঙ্গ আঁচল সুনীল বরন,

রুনুঝুনু রবে বাজে আভরণ–

সন্ন্যাসী-গায়ে পড়িতে চরণ

থামিল বাসবদত্তা।

প্রদীপ ধরিয়া হেরিল তাঁহার

নবীন গৌরকান্তি–

সৌম্য সহাস তরুণ বয়ান,

করুণাকিরণে বিকচ নয়ান,

শুভ্র ললাটে ইন্দুসমান

ভাতিছে স্নিগ্ধ শান্তি।

কহিল রমণী ললিত কণ্ঠে,

নয়নে জড়িত লজ্জা,

ক্ষমা করো মোরে কুমার কিশোর,

দয়া করো যদি গৃহে চলো মোর,

এ ধরণীতল কঠিন কঠোর

এ নহে তোমার শয্যা।’

সন্ন্যাসী কহে করুণ বচনে,

“অয়ি লাবণ্যপুঞ্জ,

এখনো আমার সময় হয় নি,

যেথায় চলেছ যাও তুমি ধনী,

সময় যেদিন আসিবে আপনি

যাইব তোমার কুঞ্জ,’

সহসা ঝঞ্ঝা তড়িৎশিখায়

মেলিল বিপুল আস্য।

রমণী কাঁপিয়া উঠিল তরাসে,

প্রলয়শঙ্খ বাজিল বাতাসে,

আকাশে বজ্র ঘোর পরিহাসে

হাসিল অট্টহাস্য।

 

বর্ষ তখনো হয় নাই শেষ,

এসেছে চৈত্রসন্ধ্যা।

বাতাস হয়েছে উতলা আকুল,

পথতরুশাখে ধরেছে মুকুল,

রাজার কাননে ফুটেছে বকুল

পারুল রজনীগন্ধা।

অতি দূর হতে আসিছে পবনে

বাঁশির মদির মন্দ্র।

জনহীন পুরী, পুরবাসী সবে

গেছে মধুবনে ফুল-উৎসবে–

শূন্য নগরী নিরখি নীরবে

হাসিছে পূর্ণচন্দ্র।

নির্জন পথে জ্যোৎস্না-আলোতে

সন্ন্যাসী একা যাত্রী।

মাথার উপরে তরুবীথিকার

কোকিল কুহরি উঠে বারবার,

এতদিন পরে এসেছে কি তাঁর

আজি অভিসাররাত্রি?

নগর ছাড়ায়ে গেলেন দণ্ডী

বাহিরপ্রাচীরপ্রান্তে।

দাঁড়ালেন আসি পরিখার পারে–

আম্রবনের ছায়ার আঁধারে

কে ওই রমণী প’ড়ে এক ধারে

তাঁহার চরণোপ্রান্তে!

নিদারুণ রোগে মারীগুটিকায়

ভরে গেছে তার অঙ্গ–

রোগমসী ঢালা কালী তনু তার

লয়ে প্রজাগণে পুরপরিখার

বাহিরে ফেলেছে, করি’ পরিহার

বিষাক্ত তার সঙ্গ।

সন্ন্যাসী বসি আড়ষ্ট শির

তুলি নিল নিজ অঙ্কে–

ঢালি দিল জল শুষ্ক অধরে,

মন্ত্র পড়িয়া দিল শির-‘পরে,

লেপি দিল দেহ আপনার করে

শীতচন্দনপঙ্কে।

ঝরিছে মুকুল, কূজিছে কোকিল,

যামিনী জোছনামত্তা।

“কে এসেছ তুমি ওগো দয়াময়’

শুধাইল নারী, সন্ন্যাসী কয়–

“আজি রজনীতে হয়েছে সময়,

এসেছি বাসবদত্তা!’

Abhisar Poem Meaning In Bengali | Abhisar Kobita Lyrics

প্রাচীর-দেয়াল, সুপ্ত  – নিদ্রিত, পবন – বাতাস, নিশীথ- রাত্রি, রুদ্ধ- বন্ধ/অবলুপ্ত/অদৃশ্য, সহসা  –  অকস্মাৎ/হঠাৎ,  বক্ষে – বুকে, নূপুরশিঞ্জিত- নুপুরপরিহিত, পদ- পা, রূঢ়  – রুক্ষ/কঠোর, আঁচল – কাপড়ের খুঁটি, সুনীল  – গাঢ় নীল, বরন – বর্ণ, রব  – শব্দ/ধ্বনি, আভরণ  – ভূষণ, চরণ – পা, বাসব  – দেবরাজ ইন্দ্র, সৌম্য  – শান্ত ও সুন্দর, সহাস্য  – হাস্যরত, বয়ান   – বদন/মুখ, বিকচ  – বিকশিত, নয়ান – নয়ন, শুভ্র – শুক্ল/সিত, ললাট  – অদৃষ্ট, ইন্দু  – চাঁদ, ভাতিছে- প্রবাহে, রমণী -নারী, ললিত – চারু/সুন্দর, ধরণী  – ধরা/পৃথিবী, বচন  – বাক্য/কথা, অয়ি  – ওগো, লাবণ্য  – সৌন্দর্য, কুঞ্জ  – লতাদি দ্বারা আচ্ছাদিত গৃহাকার স্থান, ঝঞ্ছা  – প্রবল ঝটিকা, তড়িৎ  – বিদু্যৎ, আস্য  – মুখ, তরাস  – ত্রাস/ভয়,  প্রলয়  – সর্বাত্মক ধ্বংস, পরিহাস  – ঠাট্টা/তামাশা, তরু  –  বৃক্ষ/ গাছ, কানন  – বাগান, মুকুল  – কলিকা/কুঁড়ি, মন্দ্র  – গম্ভীর ধ্বনি, পুরী – গৃহ/ভবন স্বর্ণপুরী, বীথী   – শ্রেণী/সারি, আম্র   – আম, তনু,- দেহ/শরীর, পরিহার – বর্জন/ত্যাগ,  গুটি-গুটিকা-  ছোট দানা, আড়ষ্ট – অসাড়/ জড়,  অধর – ঠোঁট, যামিনী  – রাত্রি

Abhisar Poem Lyrics In Bengali অভিসার কবিতা

Leave a Comment